বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ০৮:৪৮:০১

মানবতাবিরোধী অপরাধে আটক আহমদ আলীর মৃত্যু

মানবতাবিরোধী অপরাধে আটক আহমদ আলীর মৃত্যু

ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নেত্রকোনার আহমদ আলী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেকের কর্তব্যরত কারারক্ষী জাকারিয়া মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে আহম্মদ আলীকে ঢামেকের নতুন ভবনের ৭০১ ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। গত ১২ আগস্ট নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুনাইকান্দা গ্রামের আইয়ুব আলীর ছেলে আহাম্মদ আলীকে (৭০) গ্রেফতার করে স্থানীয় পুলিশ। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে ১৯৭১ সালের ২১ আগস্ট দুপুর ১টায় রাজাকার বাহিনী নিয়ে বাড়হা গ্রামের আব্দুল খালেককে গুলি করে হত্যার পর কংস নদীর পানিতে মরদেহ ভাসিয়ে দেওয়ার অভিযোগে মামলা রয়েছে। ২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে