নিউজ ডেস্ক: আদালত থেকে বাসায় ফেরার অনুমতি পাওয়ার পরে আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে ফরহাদ মজহারকে । তিনি একটি কেবিনে রয়েছেন।
তবে তাঁর স্ত্রী ফরিদা আখতার বা বন্ধুরা তাঁর অসুস্থতা নিয়ে কিছু বলতে চাননি। শুধু জানিয়েছেন, তিনি অসুস্থ। ফরহাদ মজহারের বন্ধু ও শুভানুধ্যায়ীদের অনেকেই তাঁকে দেখতে ওই কেবিনে আসছেন। তাঁর শুভানুধ্যায়ীদের মধ্যে পিনাকী ভট্টাচার্য, নুরুল ইসলাম ভুঁইয়াসহ অনেকেই সন্ধ্যায় এসেছিলেন।
তাঁরাই চিকিৎসক-সেবিকাদের সঙ্গে কথা বলা, ডাকাডাকি, প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের কাজ করছেন। এদিকে দায়িত্বরত চিকিৎসকদের একজন জানিয়েছেন, কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য মেডিসিন বিভাগের একজন অধ্যাপকের অধীনে ফরহাদ মজহারকে সেখানে ভর্তি করা হয়েছে।
পরীক্ষার ফলাফল পেলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বলা যাবে। সন্ধ্যায় তাঁকে স্বাভাবিক খাবার রুটি, মুরগির মাংস ও সবজি দেওয়া হয়েছে বলে জানান একজন চিকিৎসাকর্মী।
এমটিনিউজ২৪/এম,জে