নিউজ ডেস্ক : বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরো দু’দিন টানা বৃষ্টি হবে। এসময় কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও দেশের পার্বত্য অঞ্চল ও সিলেটে অতিবৃষ্টির ফলে ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। এ থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক।
তিনি বলেন, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় গেলো কয়েক দিন সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এটি আরো কয়েকদিন চলবে। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যার ফলে ভূমিধসের মত ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আবুল কালাম আরো বলেন, দেশের আকাশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার ফলে ৪৮ ঘন্টা বৃষ্টিপাত থাকবে। তবে ৭২ ঘণ্টা পর আবহাওয়ার উন্নতি হতে পারে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ঢাকায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সবচেয়ে বেশি ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে।
এছাড়া চট্টগ্রামে ৯৫ মিলিমিটার, সিলেটে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস