বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ১২:০২:৪৭

এবার মোদিকেও ছাড়িয়ে অনন্য উচ্চতায় ড. ইউনূস

এবার মোদিকেও ছাড়িয়ে অনন্য উচ্চতায় ড. ইউনূস

ঢাকা : এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে দুনিয়ার পছন্দসই ব্যক্তিদের তালিকায় নবমস্থান অধিকার করে নিয়েছেন একমাত্র নোবেল বিজয়ী বাংলাদেশি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে’র এক সমীক্ষা অনুযায়ী মঙ্গলবার এ তথ্য সামনে এসেছে। সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন- দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। বিশ্বজুড়ে ১২৫টি দেশের ২৮৫টি শহরে এই সমীক্ষা চালিয়েছে ফোরাম। ১০৮৪ জনের মধ্যে ড. ইউনূস পেয়েছেন মোট তিন শতাংশ ভোট। এশিয়ায় তার পরে দশম অবস্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মোট তিন শতাংশ ভোট পেয়েছেন। তালিকার প্রথম দশে স্থান পেয়েছেন মহাত্মা গান্ধীও। ১২.৪ শতাংশ জনের পছন্দের মানুষ হলেন তিনি। এ জরিপে বিশ্বের সচেতন ১০৮৪ জন মানুষের মধ্যে নেলসন ম্যান্ডেলার পক্ষে রায় দিয়েছেন শতকরা ২০.১ ভাগ মানুষ। আর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে সমর্থন দিয়েছেন শতকরা ৩ ভাগ মানুষ। ওই জরিপে দেখা গেছে, দ্বিতীয় সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র হলেন- পোপ ফ্রাঁসিস। এ তালিকায় অন্য যারা রয়েছেন তারা হলেন- তেলসা মটরসের প্রধান নির্বাহী এলন মাস্ক (৩য়), ভারতের বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী (চতুর্থ), মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস (পঞ্চম), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা (ষষ্ঠ), ইংলিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন (সপ্তম), অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস (অষ্টম), ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (১০ম) ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে