নিউজ ডেস্ক : গতকাল থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে আলোচনার বিষয়বস্তুর তালিকায় রয়েছে এক বৃদ্ধ রিকশা চালক ও তরুণীর ভিডিও। ভিডিওটিতে দেখা যায় একটা রিকশা থেকে নেমেই বৃদ্ধ রিকশা চালককে চড় থাপ্পর এবং লাথি দিতে থাকেন তরুণী যাত্রী।
বৃদ্ধ রিকশা চালক শুধু বলতে বলতে থাকেন, ‘এই মাতারির ব্যবহার দেখেন, এই মাতারির ব্যবহার দেখেন’ এক পর্যায়ে তরুণীটি তার পায়ের জুতা দিয়ে আঘাত করতে থাকে রিকশা চালকটিকে। আর বলতে থাকে, ‘তুই আমারে চিনস’।
ঘটনার এক পর্যায়ে দেখা যায় একজন পথচারি দৌড়ে এসে বৃদ্ধ রিকশা চালককে বাঁচান ঐ ক্ষেপাটে তরুণীর হাত থেকে। ঢাকার বাইরের এই ঘটনাটা নিয়ে তরুণীটির এই কর্মকাণ্ডের বেশ সমালোচনা হচ্ছে নেট দুনিয়ায়। পাঠক আপনিও দেখে নিতে পারেন সেই আলোচিত ভিডিওটি।
এমটিনিউজ২৪/টিটি/পিএস