শনিবার, ০৮ জুলাই, ২০১৭, ০৫:২০:১৬

অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল- জানবেন যেভাবে

অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল- জানবেন যেভাবে

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী রোববার (৯ জুলাই)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টা থেকে যে কোন মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU লিখে স্পেস দিয়ে H2 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকেও ফল জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ৩০টি বিষয়ে সারা দেশে মোট ২ লাখ ৬৪ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। ৬২১টি কলেজের শিক্ষার্থীরা ২১৯টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা দেয়।

০৮ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে