রবিবার, ০৯ জুলাই, ২০১৭, ১২:০৯:৪৪

কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে : ওবায়দুল কাদের

কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: বিরোধীদলে থাকার সময় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে বিএনপি-জামায়াত জোট হত্যা করে রক্তস্রোত বইয়ে দিয়েছিল মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,  কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে।

রোববার খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেওয়ার আগে রোববার যশোরের রাজারহাটে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি। বিএনপির নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা বসে বসে প্রেস ব্রিফিং করে আর কান্নাকাটি করে।

রামপালে বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, এ বিদ্যুত কেন্দ্র একেবারেই নির্মাণ করা যাবে না বলে ইউনেস্কোর যে নিষেধাজ্ঞা ছিল সেটা আমরা অতিক্রম করেছি। “এখন বিদ্যুৎ কেন্দ্র করা যাবে। তবে ইউনেস্কোর ছোট ছোট কিছু শর্ত আছে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে এগুলো আমরা সংশোধন করে নেব।”
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে