বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ০২:০৯:৩৯

শমসের মবিনকে হানিফের অভিনন্দন

শমসের মবিনকে হানিফের অভিনন্দন

ঢাকা : মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা এভাবেই একে একে বিএনপি ছাড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। বিএনপি থেকে দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পদত্যাগ ও রাজনীতি থেকে অবসর ঘোষণার সিদ্ধান্তকে হানিফ অভিনন্দন জানান। তিনি বলেন, ‘শমসের মবিন চৌধুরী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তার মতো আরো যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতা বিএনপিতে আছেন, তারা এক সময় এভাবে বেরিয়ে আসবেন।’ আওয়ামী লীগের এই নেতা আবারো খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপিকে ঢেলে সাজানোর পরামর্শ দেন। উল্লেখ্য, বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী গতকাল বুধবার রাতে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে একটি চিঠি পাঠান। যেহেতু তিনি রাজনীতি ছাড়ছেন, তাই বিএনপির কোনো পদে থাকার সুযোগ নেই বলেও চিঠিতে উল্লেখ করেন। খালেদা জিয়া এখন লন্ডনে অবস্থান করছেন। এ কারণে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে তিনি চিঠিটি দেন। জেলহত্যা দিবস উপলক্ষে আগামী ২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি সভা শেষে হানিফ এই সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, দুই বিদেশি নাগরিক হত্যার দায় বিএনপি এড়াতে পারে না। দুটি ঘটনায় বিএনপির নেতারা জড়িত বলে জানা গেছে। ২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে