নিউজ ডেস্ক : রাজধানীর বনানীতে জন্মদিনের কথা বলে ডেকে এনে এক তরুণীকে পাশবিক নির্যাতন করে বাহাউদ্দিন ইভান। এ ঘটনায় ওই তরুণীর করা মামলায় আটক হয়ে বর্তমানে রিমান্ডে রয়েছেন তিনি। এদিকে শর্ত সাপেক্ষে মামলা তুলে নিতে রাজি আছেন বাদী (তরুণী) নিজেই। এক্ষেত্রে তিনটি শর্ত দিয়েছেন তিনি।
প্রথম শর্ত হচ্ছে, নির্যাতনের ভিডিও ক্লিপগুলো ফেরত দিতে হবে। দ্বিতীয়ত, বিভিন্ন সময়ে তরুণীর কাছ থেকে নেয়া প্রায় দুই লাখ টাকা ফেরত দিতে হবে। তৃতীয়ত, ইভান ওই তরুণীকে আর কখনও ডিস্টার্ব করবে না এটা লিখিতভাবে নিশ্চিত করতে হবে।
গতকাল রোববার বিকালে বারিধারা ডিওএইচএসের বাসায় বসে দেশের প্রথম শ্রেণির একটি গণমাধ্যমকে ওই তরুণী এ কথা জানান। এর আগে শনিবার ইভান ও নির্যাতিত তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ওসির সামনেই আসামি ইভানকে জুতাপেটা করতে উদ্যত হয় ওই তরুণী। এ সময় বাদীকে দেখে নেয়ার হুমকি দেন আসামি। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্যদিকে বনানীতে বাসায় ডেকে ওই তরুণীকে নির্যাতনের কথা স্বীকার করেছেন বাহাউদ্দিন ইভান। নির্যাতনের সময় তার মা ও পরিবারের অন্য সদস্যরা বাসায়ই ছিলেন। তবে গত বুধবার পুলিশ ন্যাম ভিলেজের বাসায় অভিযানে গেলে গ্রেফতার এড়াতে তিনি ছাদে আত্মগোপন করেন।
পুলিশ চলে যাওয়ার পর পোশাক পাল্টে বাড়ি থেকে বেরিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র্যাব। বেরিয়ে এসেছে আরও নানা অনৈতিক কর্মকাণ্ডের কাহিনীও।
জন্মদিনের দাওয়াত দিয়ে গত মঙ্গলবার রাতে বনানীর ২ নম্বর রোডে ‘৫/এ ন্যাম ভিলেজ’ দ্বিতীয় তলার ভাড়া বাসায় এক তরুণী অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে ইভানের বিরুদ্ধে। পরদিনই বনানী থানায় মামলা করেন ওই অভিনেত্রী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়।
এদিন বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে ইভানকে গ্রেফতার করে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন।
২০০৫ সাল থেকেই তিনি মাদকাসক্ত। পরিবার দুইবার তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। কিন্তু সেখান থেকে ফিরে তিনি আবারও মাদকে ঝুঁকে পড়েন। মাদক সেবনের পাশাপাশি তিনি নারী সংক্রান্ত অপকর্মে জড়ান। এ কারণে ২০০৮ সালে অল্প বয়সেই পরিবার তাকে বিয়ে দিলেও বখাটে স্বভাবের পরিবর্তন হয়নি। তার ৫ ও ২ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। এরপরও তিনি এ ধনের মতো ঘটনায় জড়িয়েছেন। ইভান নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন।
মামলায় ওই অভিনেত্রী অভিযোগ করেন, ‘১১ মাস আগে ফেসবুকে তাদের বন্ধুত্ব হয়। মঙ্গলবার রাতে তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাসায় ডেকে নেন ইভান। কিন্তু সেখানে অনুষ্ঠানের কোনো নমুনা ছিল না। পরে ইভান তাকে জোর করে নেশাজাতীয় পানীয় পান করিয়ে রাত দেড়টা থেকে তিনটার মধ্যে নির্যাতন করে। রাত সাড়ে তিনটার দিকে ইভান তাকে বাড়ি থেকে বের করে দেন। ওই অ্যাপার্টমেন্টে তিনি দ্বিতীয় স্ত্রী, দুই সন্তান, মা-বাবা ও ভাইদের সঙ্গে থাকেন। ’
ঘটনার শিকার অভিনেত্রী সম্পর্কে জানা গেছে, ২০১১ সালে তার বিয়ে হয়। ২০১৩ সালে তার একটি সন্তান হয়। ২০১৪ সালে স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর তিনি পরিবারের সঙ্গেই থাকেন।
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর