বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ০৪:০২:০৬

১ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা

 ১ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা

নিউজ ডেস্ক : ২০১৫ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষা আগামী ১ নভেম্বর শুরু হয়ে ১৮ নভেম্বর শেষ হবে। এবার ২৩ লাখ ২৫,৯৩৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এদের মধ্যে জেএসসিতে ১৯ লাখ ৬৭,৪৪৭ জন ও জেডিসিতে ৩ লাখ ৫৮,৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৪৩,২৬৩ জন ছাত্রী এবং ১০ লাখ ৮২,৬৭০ জন ছাত্র। ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় ১ লাখ ৬০,৫৯৩ জন বেশি। এবার ২,৬২৭টি কেন্দ্রে ২৮,৬৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। বিদেশের ৮টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৮৫ জন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারো অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে। তিনি বলেন, বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নপত্রে দুটি বিভাগ থাকলেও দুটি অংশ মিলে ৩৩ পেলেই পাস বলে গণ্য হবে। এসএসসির মতো দুটি অংশে আলাদা আলাদাভাবে পাসের প্রয়োজন নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফেসবুকে কেউ প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক উপস্থিত ছিলেন। ২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে