নড়াইল প্রতিনিধি : মানহানির মামলায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক মোস্তফা জামাল উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। নড়াইল সদরের আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া মঙ্গলবার দুপুরে এ পরোয়ানা জারি করেন।
মামলার বাদী বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। তিনি আরজিতে উল্লেখ করেছেন, ২০১২ সালের ১৮ মে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।
মামলার আরজিতে বলা হয়, মিথ্যা, ভিত্তিহীন, যোগসাজশ ও কাল্পনিক সংবাদ প্রকাশের কারণে বাদী ও সংগঠনের সুনাম, ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হয়। এতে তিনি ১০ কোটি টাকার মানহানির মামলা করেন নড়াইল সদর আমলি আদালতে।
মামলায় পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিব আসামিদের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত ২০১৪ সালের ২ এপ্রিল আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ জানান, মামলার আসামিরা আদালতের আদেশ অমান্য করে হাজির হননি। তাই আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
১৫ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর