বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ০৮:৫৭:১৮

পালিয়েছে মতিঝিলের ঘরোয়া হোটেল মালিক

পালিয়েছে মতিঝিলের ঘরোয়া হোটেল মালিক

ঢাকা : মোবাইল চুরির অপবাদ দিয়ে রাজধানীর মতিঝিলে ঘরোয়া হোটেলের কর্মচারী রিয়াদ হোসেনকে (১৬) হত্যা করে পালিয়েছে হোটেল মালিক সোহেল। সোহেল যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সে জন্য বন্দরগুলোতে চিঠি পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে স্বামীবাগে মেসে নিয়ে রিয়াদকে মারধর ও গুলি করে হত্যা করে ঘরোয়া হোটেলের মালিক আরিফুল ইসলাম সোহেল (৩৩)। এ ঘটনায় রিয়াদের বড় ভাই রিপন বাদী হয়ে ওয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর হোটেলের কর্মচারী জসীমকে গ্রেফতার করে পুলিশ। এদিন সকাল থেকেই পলাতক সোহেল। পুলিশের ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, মামলার প্রধান আসামি সোহেল যাতে দেশ থেকে পালাতে না পারে সেজন্য স্থলবন্দর ও বিমানবন্দরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এদিকে রিয়াদকে যেই মেসে হত্যা করা হয় এর পাশের ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে ওসি বলেন, সিসিটিভি ফুটেজে সোহেলের ছবি ধরা পড়েছে। সে পাজেরো জিপ গাড়ি নিয়ে ভবনে ঢুকে এবং বের হয়। মামলার এজাহারে সোহেল, জসীম, কবির ছাড়াও অজ্ঞাত ৩-৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। ওয়ারী বিভাগীয় পুলিশ ছাড়াও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), র‌্যাবসহ বেশ কয়েকটি সংস্থা সোহেলকে ধরতে অভিযান চালাচ্ছে। ২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে