বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ১০:১৩:১৭

‘সরকারের টার্গেটে বিএনপির যারা’

 ‘সরকারের টার্গেটে বিএনপির যারা’

নিউজ ডেস্ক : জাতীয় নির্বাচনে বিএনপির যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে সম্ভাব্য সেসব নেতাদের নির্বাচনী ময়দান থেকে সরানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপির বিপুল বিজয় ঠেকানোর ক্ষমতা কারো নেই। এ বাস্তবতা উপলব্ধি করে ষড়যন্ত্র করে চলেছে তারা। ষড়যন্ত্রের অংশ হিসেবে যারা সংসদ সদস্য ছিলেন বা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের প্রথমে নির্বাচনী ময়দান থেকে সরানোর চেষ্টা হচ্ছে। যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুই বিদেশি হত্যার প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সব সময় চেয়েছে, এই ঘৃন্য অপরাধীদের সঙ্গে যারা সম্পৃক্ত, তদন্তের মাধ্যমে তাদের সাজা দেয়া। কিন্তু কোনো তদন্ত ছাড়াই সরকারপ্রধান বলে দিলেন, এ ঘটনার জন্য বিএনপি দায়ী, জামায়াত দায়ী। তিনি বলেন, সরকারপ্রধানের কথা সত্য প্রমাণ করতে তার অধীনস্থরা আমাদের দলের নেতাদের অভিযুক্ত করে চলেছেন। সেই অভিযোগের শিকার ঢাকা থেকে নির্বাচন করা স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিব-উন নবী খান সোহেল এবং বাড্ডা থেকে নির্বাচন করা এম এ কাইয়ুম। নজরুল ইসলাম খান বলেন, ঢাকার সাবেক মেয়র খোকাকে কারাদণ্ড দেয়া হয়েছে। একজন অসুস্থ মানুষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সুবিচার নিশ্চিত করা যায় না। এ চক্রান্ত সফল হবে না। বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীন সরকারের আমলে আসামি হওয়ার জন্য অপরাধ করতে হয় না। তারা চাইলেই যে কাউকে অপরাধী বানাতে পারে। মামলার শিকার হয়নি এমন নেতাকর্মী বিএনপিতে খুঁজে পাওয়া যাবে না। গণমাধ্যমের বরাত দিয়ে নজরুল ইসলাম খান বলেন, পত্রিকায় পড়েছি, এ সরকার বিদেশের মাটিতে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করতে গিয়ে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, বিশ্ব জানে, কোন দেশের কোন দল কেমন। বিএনপিকে বহির্বিশ্বে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করা যায়নি বলেই এ ধরনের একটি নাটক করেছে। যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে যুবদল নেতাদের মধ্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ওমর ফারুক, মাসুদুর রহমান মাসুদ, আ ক ম মোজ্জামেল হক, সৈয়দ আবেদিন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন। ২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে