রবিবার, ১৬ জুলাই, ২০১৭, ১২:৩৪:২২

আদালতে আত্মসমর্পণ করেছেন ইমরান এইচ সরকার

আদালতে আত্মসমর্পণ করেছেন ইমরান এইচ সরকার

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে করা মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাহ আদালতে আত্মসমর্পণ করেছেন। রবিবার সকালে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এর আদালতে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণের পর ইমরান এইচ সরকার জামিনের জন্যও আবেদন করেছেন। আদালত সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় হাকিম এস এম মাসুদ জামানের আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে ৩১ মে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী। আদালত মামলাটি আমলে নিয়ে ১৬ জুলাইয়ের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মামলায় সনাতন উল্লাহ নামে আরেকজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায় গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা ওই মশাল মিছিলের নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার। তার সহকারি সনাতন উল্লাহ মিছিলের স্লোগান দেন। স্লোগানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে