রবিবার, ১৬ জুলাই, ২০১৭, ০১:১০:১১

ইমরান এইচ সরকারের উপর হামলা

 ইমরান এইচ সরকারের  উপর হামলা

নিউজ ডেস্ক: গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র ড. ইমরান এইচ সরকারের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে একদল যুবক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে করা কটুক্তি মামলায় জামিন নিয়ে দুপুর ১২টার দিকে আদালত থেকে বের হবার পর ঢাকা সিএমএম আদালতের গেটে তার উপর হামলা হয়।

এসময় পুলিশ তাকে উদ্ধার করে আদালতের একটি কক্ষে নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ পাহারায় সেখানে অবস্থান করলেও আদালতের সামনে তার বিরুদ্ধে জয় বাংলা শ্লোগান দিয়ে বিক্ষোভ করছেন হামলাকারীরা।

হামলার পর ইমরান সরকার বলেন, এ হামলা একটি নগন হামলা। এটি আদালত অবমাননার শামিল।
১৪ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে