রবিবার, ১৬ জুলাই, ২০১৭, ০৩:১৮:২২

লন্ডনে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

লন্ডনে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

নিউজ ডেস্ক : লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিনি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। তার ছেলে তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

পরে তারেক রহমানের গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন খালেদা জিয়া। সেসময় তারেক রহমানকে চালকের আসনে দেখা যায়।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বিমানবন্দরে আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ঢাকা থেকে লন্ডনে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনি যাত্রাবিরতি করেন।
খালেদা জিয়া

খালেদা জিয়াকে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা

এমিরেটস এয়ারলাইন্সের ই-কে ৫৮৭ ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে দুবাই বিমানবন্দরের টার্মিনাল-৩ এ অবতরণ করেন তিনি। তার যাত্রা বিরতির খবর জেনে সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতারা বিমানবন্দরে উপস্থিত হন।

খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে