শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ০৮:০৪:১২

ঢাবির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১০ জন আটক

ঢাবির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১০ জন আটক

ঢাকা : এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির চেষ্টার অভিযোগে ১০ জনকে আটক করেছে ডিবি পুলিশ। তবে তারা জালিয়াতি করেছে কি না তা এখনো স্পষ্ট নয়। বৃহস্পতিবার দিনগত মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ। শুক্রবার সকালে অনুষ্ঠিতব্য বিজ্ঞান অনুষদের অধীন এ ভর্তি পরীক্ষার আগের রাতে এ আটকের ঘটনা ঘটলো। প্রক্টর বলেন, প্রশ্নপত্র জালিয়াতির তথ্য পেয়ে প্রথমে জোবায়ের নামের এক ভর্তি পরীক্ষার্থীকে ফার্মগেট এলাকা থেকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে জালিয়াত চক্রের মোট ১০ জনকে আটক করে ডিবি পুলিশ। ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। জালিয়াতির পদ্ধতি সম্পর্কে সহকারী প্রক্টর রবিউল ইসলাম বলেন, প্রশ্নপত্র দিয়ে উত্তর মুখস্থ করিয়ে দেওয়ার প্রলোভনে জালিয়াত চক্রের সদস্যরা প্রথমে জোবায়েরের সঙ্গে যোগাযোগ করে। এরপর জোবায়েরের মাধ্যমে আরো প্রায় ২০ জনকে ঠিক করে চক্রটি, যারা টাকা দিয়ে প্রশ্ন পেতে চুক্তিবদ্ধ হয়। ওই পরীক্ষার্থীদের কাছ থেকে চক্রটি প্রায় আট লাখ টাকা হাতিয়ে নেয় বলেও জানান তিনি। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওই ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ২০টি স্কুল-কলেজসহ মোট ৭৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বছর ১,৬৬০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭১,৩৫০ জন। ৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে