শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ০৮:৫৪:৫২

সতের জেলায় প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

সতের জেলায় প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগে চতুর্থ ধাপে ১৭ জেলায় লিখিত পরীক্ষা আজ শুক্রবার। শুক্রবার সকাল ১০টা থেকে সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে তিন দফায় ৪৪ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বলেন, ‘ এ ১৭ জেলায় মোট প্রার্থীর সংখ্যা চার লাখ ৩৬ হাজার ৭৮ জন।’ চতুর্থ ধাপের পরীক্ষায় জেলাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, যশোর, বরিশাল, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের জন্য শিক্ষক নিয়োগের জন্য গত ডিসেম্বর মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় বিজ্ঞপ্তি জারি করে। পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে। গত ২৭ জুন পাঁচ জেলায়, ২৮ আগস্ট ১৭ জেলায় ও তৃতীয় দফায় ১৬ অক্টোবর ২২ জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হয়। ৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে