নিউজ ডেস্ক : উপপ্রধানমন্ত্রী এটা স্রেফ একটা গুজব। এটার কোনো বাস্তবতা নেই। আমি বলব এটা একটা ভিত্তিহীন মিথ্যা কথা। এটার কোনো বাস্তবতা নেই, এ ধরনের কোনো চিন্তা-ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় একটা রদবদল হতে পারে। তবে কবে নাগাদ হতে পারে সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেতু ভবনে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে একটি বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। আমি আগেও বলেছি যে, এটা প্রাইম মিনিস্টারের নিজের এরিয়া। এখানে আমাদের কারও কিছু বলার নেই। কাকে তিনি রাখবেন, কাকে তিনি বাদ দেবেন অথবা এই মুহূর্তে তিনি একটা রিসাফল (রদবদল) করবেন কি না। তবে একটা রিসাফল বোধ হয় হতে পারে। তবে কোন সময় হবে, কী হবে সেটা আমি ঠিক জানি না। একটা রিসাফল হতে পারে। হওয়াটা স্বাভাবিক।’
উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করা হবে বলে একটা কথা শোনা যাচ্ছে উল্লেখ করে এ বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। এর জবাবে তিনি বলেন, ‘উপপ্রধানমন্ত্রী এটা স্রেফ একটা গুজব। এটার কোনো বাস্তবতা নেই। আমি বলব এটা একটা ভিত্তিহীন মিথ্যা কথা। এটার কোনো বাস্তবতা নেই, এ ধরনের কোনো চিন্তা-ভাবনা নেই।’
সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে এখন কারও খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের অবস্থান এখন অনেক উচ্চতায়। আমাদের এখন যে উচ্চতায় এবং সেখানে আমাদের গণতন্ত্রের বিষয়টা আমরাই দেখব। আমাদের এখানে যদি অপজিশনের (বিরোধী দল) সঙ্গে সমস্যা হয়, সেটাও আমরা দেখব।
তিনি বলেন, আমি বিনয়ের সঙ্গে বলব, বাংলাদেশকে এখন কারও পরামর্শ আর উপদেশ দেওয়ার দরকার নেই। আমরা বন্ধু হিসেবে থাকতে চাই এবং আমরা বন্ধুত্ব বজায় রাখতে চাই। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে অহেতুক নাক গলানোর অবশ্যই আমরা বিরোধিতা করি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের কোনো ত্রুটি থাকলে, আমরাই সমাধান করব। জনগণ প্রোটেস্ট করবে। কিন্তু বাইরের শক্তি চাপ দিয়ে কিছু করবে, সে দিন চলে গেছে। বাংলাদেশ সে জায়গা অতিক্রম করে অনেক দূর এগিয়ে এসেছে।’
এমটিনিউজ/এসএস