নিউজ ডেস্ক: পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৭ আগামী ১৯শে নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা শেষ হবে ২৬ই নভেম্বর। সচিবালয়ে মঙ্গলবার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সময়সুচি চূড়ান্ত করা হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর কাদির সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর সবগুলো পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। দেশের সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে এবার সম্ভাব্য সাড়ে ২৮ লাখ শিক্ষার্থী অংশ নেবে জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। গত বছর এই পরীক্ষা শুরু হয়েছিল ২০ই নভেম্বর।
পরীক্ষার বিস্তারিত সময়সুচি: প্রাথমিক সমাপনীতে ১৯ই নভেম্বর ইংরেজি, ২০শে নভেম্বর বাংলা, ২১ই নভেম্বর বাংলাদেশ ও বিশ^ পরিচয়, ২২ই নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ই নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৬ই নভেম্বর গণিত পরীক্ষা হবে।
ইবতেদায়ি সমাপনীতে ১৯শে নভেম্বর ইংরেজি, ২০শে নভেম্বর বাংলা, ২১ই নভেম্বর বাংলাদেশ ও বিশ^ পরিচয় এবং বিজ্ঞান, ২২শে নভেম্বর আরবি, ২৩শে নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্, ২৬শে নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমটিনিউজ২৪/টিটি/পিএস