শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ০৯:৫৫:৫৩

‘তদন্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই’

‘তদন্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই’

ঢাকা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তৈরি পোশাক রপ্তানি বা ব্যবসার ক্ষেত্রে বিদেশি হত্যার ঘটনার নেতিবাচক কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার রাতে চ্যানেল আইতে প্রকাশিত বিবিসি বাংলার প্রবাহ টেলিভিশন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তোফায়েল বলেন, রাজনৈতিক কারণে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দুজন বিদেশিকে হত্যা এবং তাজিয়া মিছিলে হামলার ঘটনা ঘটানো হয়েছে। বাংলাদেশে ইতালি এবং জাপানের দুজন নাগরিককে হত্যার ঘটনার প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এ নিয়েও মন্ত্রী তোফয়েল আহমেদ বলেছেন, বিদেশিরা অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছে। যদিও বিবিসি বাংলার প্রবাহ টেলিভিশন অনুষ্ঠানের এক প্রতিবেদনে উঠে এসেছে যে, তৈরি পোশাক শিল্পের বিদেশি ক্রেতাদের ঢাকায় একটি নিয়মিত মাসিক বৈঠক স্থগিত করা হয়েছে কিছুদিন আগে। যদিও বিদেশি ক্রেতাদের পক্ষ থেকে এর কারণ বলা হয়নি। কিন্তু তৈরি পোশাক খাতের মালিকদের অনেকে বলেছেন, বিদেশি দুজনকে হত্যার ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তার কারণেই বৈঠকটি স্থগিত করা হয়েছে। এমনকি এখন বাংলাদেশের গার্মেন্টস মালিকদেরকেই অন্য দেশে গিয়ে বিদেশি ক্রেতাদের সঙ্গে বৈঠক করতে হচ্ছে। তবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তৈরি পোশাক রপ্তানি বা বিদেশের সঙ্গে বাণিজ্যে নেতিবাচক কোনো প্রভাব পড়েনি। ইতালি এবং জাপানের দুজন নাগরিককে হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্র এবং বৃটেনসহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশে নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন তোলে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার নিরাপত্তার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা বলছে। কিন্তু বিদেশিরা সন্তুষ্ট হয়েছে, এমন ধারণা তারা এখনো দেয়নি। পরিস্থিতিটা সরকারকে চাপে ফেলেছে কিনা, এমন প্রশ্নও উঠছে। তোফায়েল আহমেদের বক্তব্য, সরকার কোনো চাপে নেই। তিনি পশ্চিমাদের অবস্থানেরই সমালোচনা করেন। বিদেশি নাগরিক হত্যার ঘটনার পর থেকেই সরকারের মন্ত্রীদের অনেকেই বিরোধী দল বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন। ইতালির নাগরিক হত্যার মামলায় চারজনকে গ্রেপ্তারের পর বিএনপির ঢাকা মহানগর কমিটির শীর্ষ পর্যায়ের একজন নেতা আব্দুল কাইয়ুমকে অন্যতম সন্দেহভাজন হিসেবে সরকার বলছে। তোফায়েল আহমেদ বলেছেন, তদন্ত রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে না। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য যে বিদেশি হত্যাকাণ্ড বা তাজিয়া মিছিলে হামলার ঘটনা ঘটানো হয়েছে, তা তদন্তে বেরিয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেছেন। তোফায়েল আহমেদ মনে করেন, হত্যার তদন্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই এবং বিদেশিরাও বিষয়গুলো অনুধাবন করতে পারবে। ৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে