মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩১:৪০

আমি কি জেলে যাবো : নঈম নিজাম

আমি কি জেলে যাবো : নঈম নিজাম

নিউজ ডেস্ক : গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।  স্ট্যাটাসে নিজে জেলে যেতে প্রস্তুত রয়েছেন বলেও লিখেছেন।  করেছেন সরকারের সমালোচনাও।

২০১২ সালের ১৮ মে বাংলাদেশ প্রতিদিন ‘ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।  সেই প্রতিবেদনে ১০ কোটি টাকার মানহানি হয়েছে অভিযোগ করে ৩ জুন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় মঙ্গলবার দৈনিকটির সম্পাদক নঈম নিজাম এবং প্রকাশকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নড়াইলের একটি আমলি আদালত।

স্ট্যাটাসে নঈম নিজাম লিখেছেন, আমি কি জেলে যাব? ঘটনাস্থল সারাদেশ। রিপোর্টার রিপোর্ট করলেন এক সময়ে দেশের ক্রীড়াঙ্গনে ভোটাভুটি হতো। এতে জেলা ক্রীড়াঙ্গনে থাকতো প্রাণবন্ত। এখন ভোটাভুটি ওঠে গেছে। বিএনপির আমলেও একই অবস্থা ছিল।  আওয়ামী লীগ আমলেও পরিবর্তন হয়নি।  এতে ক্ষুব্ধ হলেন একজন।

তিনি লিখেছেন, মামলা করলেন নড়াইলে।  ঘটনাস্থল সারা বাংলাদেশ হলেও নড়াইল পুলিশ কয়েকদিনের মধ্যই চার্জশিট দাখিল করলেন।  খুব ভালো। আমাদের পুলিশ সারাদেশের খবরের সত্যতা পেয়েছে নড়াইলে।  এত দ্রুত পুলিশ সকল মামলায় চার্জশিট দিতে পারলে দেশে আইনের শাসন নিয়ে প্রশ্ন করার উপায় কারও ছিল না।

স্ট্যাটাসে নঈম নিজাম লিখেছেন, নড়াইলের মাননীয় আদালত সংশ্লিষ্ট রিপোর্টার ও আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন।  পুলিশ চাইলেই আমাকে এখন আটক করতে পারে।  আমি অফিসেই বসা আছি। কোনো সমস্যা নেই।  আদালতের প্রতি সম্মান জানিয়ে অবশ্যই নড়াইল যাব কয়েকদিনের মধ্যে।  তখনো আটক করতে পারে।  কোনো সমস্যা নেই।

নঈম নিজামের ভাষ্য, পেশাদার সংবাদকর্মীরা যেকোনো পরিস্থিতির জন্য সব সময় তৈরি থাকে।  আমিও কিছুদিন থেকে ভাবছিলাম সকল খাতকে সরকার দূরে সরাচ্ছে।  মিডিয়া বাদ থাকবে কেন? গত দুই মাস সে কাজটিও হচ্ছে। এটা হয়তো আরো বাড়বে।

উল্লেখ্য, মানহানির মামলায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক মোস্তফা জামাল উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।  নড়াইল সদরের আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া মঙ্গলবার দুপুরে এ পরোয়ানা জারি করেন।
১৫ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে