বুধবার, ১৯ জুলাই, ২০১৭, ০৬:০৫:২৭

বঙ্গবন্ধু সাফারি পার্কে জয় ও পুতুল

বঙ্গবন্ধু সাফারি পার্কে জয় ও পুতুল

নিউজ ডেস্ক : গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে ঘুরতে গেলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা হোসেন পুতুল। বঙ্গবন্ধুর  নাতী-নাতনীকে এক নজর দেখতে সাফারি পার্কের আশেপাশে ভিড় করেছিলেন সাধারণ মানুষরা।

বুধবার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু কন্যার দু’ সন্তান ও পরিবারের সদস্যরা সাফারি পার্কে যান। এসময় তাদের অভ্যর্থনা জানাতে সেখানে জড়ো হন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয়ের কারণে সজীব ওয়াজেদ জয় ও সায়মা হোসেন পুতলের সঙ্গে দেখা করতে পারেননি দলের নেতাকর্মীসহ স্থানীয় জনতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এরই মধ্যে প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য দেশ ও দেশের বাইরে ব্যাপক সুনাম অর্জন করেছেন। অন্যদিকে সায়মা হোসেন পুতুল আন্তর্জাতিক পর্যায়ে অটিজম নিয়ে কাজ করছেন। তিনি একজন শিশু মনোবিজ্ঞানী।

বর্তমানে সায়মা হোসেন পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত নিযুক্ত হয়েছেন। অটিজম নিয়ে তার অভিজ্ঞতা আরো বেশি কাজে লাগাতে আন্তর্জাতিক এ সংস্থাটি দক্ষিণ এশিয়ার বিশেষ দূত হিসেবে বেছে নিয়েছে তাকে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে