বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭, ০১:১৭:৪০

এরশাদের হঠাৎ দিল্লি সফর নিয়ে জাপায় নানা গুঞ্জন

এরশাদের হঠাৎ দিল্লি সফর নিয়ে জাপায় নানা গুঞ্জন

নিউজ ডেস্ক : অনেকটা হঠাৎ করেই পাঁচ দিনের সফরে দিল্লি গেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী ২৩ জুলাই দেশে ফিরবেন তিনি। গতকাল সকালে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেন এরশাদ।

জানা গেছে, ভারত সরকারের আমন্ত্রণেই এরশাদ দিল্লি গেছেন। সফরকালে এরশাদ ভারতের শাসকদল ভারতীয় জনতা পার্টি-বিজেপির সিনিয়র নেতাদের পাশাপাশি কয়েকজন সিনিয়র মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। আজ বিজেপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে তার বৈঠক।

এদিকে, এরশাদের হঠাৎ করে দিল্লি যাওয়ার খবরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে নানা গুঞ্জন। আগামী জাতীয় নির্বাচনের জন্য তার এই সফরকে খুবই তাৎপর্যময় বলে মনে করছেন পার্টির নেতা-কর্মীরা। এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগ আর বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এরশাদের সফরের ওপর তীক্ষ নজর রেখেছে।

সফর সম্পর্কে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ভারতে তাদের সঙ্গে অনেকের দেখা সাক্ষাৎ হবে, শুভেচ্ছা ও মতবিনিময় হবে। বিস্তারিত তিনি পরে জানাতে পারবেন। জানতে চাইলে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, পার্টি চেয়ারম্যানের এ সফরকে আগামী জাতীয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। বিডি প্রতিদিন

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে