শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ১০:৩৬:৫৬

সিলেট অঞ্চলে মৃদু ভূমিকম্প

সিলেট অঞ্চলে মৃদু ভূমিকম্প

সিলেট : এবার বাংলাদেশের সিলেট অঞ্চল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার ভোর চারটা ১৫ মিনিটের দিকে এই ভূমিকম্প হয় বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর(ইউএসজিএস) জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের হাইলাকান্দি শহর থেকে সাত কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ঢাকা থেকে ২৪১ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে; কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। সিলেট প্রতিনিধি জানান, ভোরের দিকে সেখানে অনেকেই কয়েক সেকেণ্ড কাঁপুনি টের পেয়েছেন।তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভারতের আসাম, মেঘালয় বা আশেপাশের এলাকাতেও এ ভূমিকম্পে ক্ষয়্ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে