বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭, ১০:১৫:৪৪

বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী ঐক্যজোট

বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী ঐক্যজোট

নিউজ ডেস্ক : অতীতে তত্ত্বাবধায়ক সরকারের নামে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে এবং বর্তমানে দলটি সহায়ক সরকার নামে পুনরায় নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল লতিফ নেজামী বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নিবাচনে তত্ত্বাবধায়ক সরকারের আওয়াজ উঠিয়ে বিএনপি জ্বালাও-পোড়াও ও সন্ত্রাস চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে।’

তিনি বলেন, ‘ওই সময় নির্বাচনকালীন সরকারে বিএনপির পাঁচ জন প্রতিনিধিকে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়, কিন্তু এতে বিএনপি রাজি হয়নি। সে সময় তত্ত্বাবধায়ক সরকারের নামে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করে এবং বর্তমানে তারা সহায়ক সরকারের নামে পুনরায় নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।’

তিনি আরও বলেন, ‘ইসলামী ঐক্যজোট মনে করে, সংবিধানে সহায়ক সরকার বলে কিছু নেই। দেশের গণতান্ত্রিক রীতিনীতি ও অন্যান্য গণতান্ত্রিক দেশের রীতিনীতির প্রতি শ্রদ্ধা রেখে একগুঁয়েমি মনোভাব ও রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস ত্যাগ করার জন্য বিএনপিকে আহ্বান জানাচ্ছি।’

এসময় ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, ‘২০১৬ সালের ৭ জানুয়ারি আমরা ২০ দলীয় জোট ছাড়ার সিদ্ধান্তের ঘোষণা করি। ওই সময় জোট ছেড়ে স্বতন্ত্র অবস্থান গ্রহণ করার সিদ্ধান্ত ছিল সময়োপযোগী। এজন্য ইসলামী ঐক্যজোট ব্যাপকভাবে প্রশংসিত ও নন্দিত হয়েছে। ফলে ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক ও দলীয় কার্যক্রম এবং গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান, ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মো. খোরশেদ আলমসহ অনেকে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে