শুক্রবার, ২১ জুলাই, ২০১৭, ০৭:৫৪:৪৮

বুশরা ও মুনাওয়ার দম্পতির পিএইচডি ডিগ্রি অর্জন

বুশরা ও মুনাওয়ার দম্পতির পিএইচডি ডিগ্রি অর্জন

ঢাকা: এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয় থেকে বুশরা তৌফিক চৌধুরী ও মুনাওয়ার মাহমুদ ছহুল দম্পতি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। বুশরা কম্পিউটার এডুকেশন এবং মুনাওয়ার ইলেকট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।  

ড. বুশরা ঢাকার হলিক্রস স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ড. মুনাওয়ার ছহুল দেশে কুমিল্লা ক্যাডেট কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ পড়াশোনা শেষে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজে পড়াশোনা করেন।  

এই দম্পতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ড. মুনাওয়ার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।  

ড. বুশরা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরী ও পল্লীকবি জসিমউদ্দিনের কন্যা আসমা তৌফিক চৌধুরীর বড় মেয়ে। ড. মুনাওয়ার সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন চৌধুরী ও অধ্যাপক মনোয়ারা ছহুলের জ্যেষ্ঠ পুত্র।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে