নিউজ ডেস্ক : অতীতের যে কোন সময়ের চেয়ে এখন অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে। অসহায় হয়ে পড়ছেন সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে নগদ টাকা পয়সাসহ মূল্যবান কাজপত্র হারাচ্ছেন সাধারণ মানুষ। রেহাই পাচ্ছেন না পুলিশ সদস্যরাও।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর মৌচাক থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া আশিকুর রহমান (২৮) নামে এক পুলিশ কনস্টেবলকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে তার সহকর্মীরা। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশিকুর রাজারবাগ পুলিশ লাইন্সে নিয়োজিত।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় তাকে বাস থেকে মৌচাক মোড়ে নামিয়ে দেওয়া হয়েছিল বলে আশিককে হাসপাতালে নিয়ে আসা এক পুলিশ সদস্য জানিয়েছেন। আশিকুর বিকেলে রাজারবাগ থেকে বের হয়ে অন্য কোথাও যাওয়ার পথে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।
এমটিনিউজ/এসবি