শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ০৩:০৩:১৭

‌‘এটা বিএনপির হতাশাব্যঞ্জক রাজনীতির বহিঃপ্রকাশ’

‌‘এটা বিএনপির হতাশাব্যঞ্জক রাজনীতির বহিঃপ্রকাশ’

ঢাকা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শমসের মবিন চৌধুরীর পদত্যাগ বিএনপির নেতিবাচক রাজনীতির হতাশাব্যঞ্জক বহিঃপ্রকাশ। তার পদত্যাগ বিএনপির অভ্যন্তরীণ কলহের করুণ পরিণতিও বটে। শুক্রবার সকালে বেগমগঞ্জ সরকারী কারিগরি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দল ক্ষমতায় এলে নেতারা কাজ না করে দল কেন্দ্রীক হয়ে যায়। এসব চাটুকাররা একদিন জনবিচ্ছিন্ন হয়ে যাবে।মনে রাখতে হবে, দল আমার নিজের কিন্তু উন্নয়ন সবার ও দেশের। ক্ষমতা চিরস্থায়ী নয়। যতক্ষণ আমরা ক্ষমতায় আছি ততক্ষণ জনগণের ও দেশের স্বার্থে কাজ করতে হবে। তিনি বলেন, দল ক্ষমতায় এলে কাজ না করে মন্ত্রী হওয়ার জন্য বেপরোয়া হয়ে যায়। কাজ না করে মানুষকে ভালো না বেসে মন্ত্রী, এমপি হলেই সম্মান পাওয়া যায় না। দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি রাজনীতিতে বেশিদিন টিকতে পারে না। তিনি আরো বলেন, হিংসাত্মক রাজনীতি পরিহার করে মানুষকে ভালবাসতে হবে। রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, কালভার্ট, বিদ্যুৎ উন্নয়ন দলের নয়, দেশের। পুনর্মিলনী অনুষ্ঠানে টিএইচএস এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধন করেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রশিদ কিরণ। বিশেষ অতিথি ছিলেন এমপি মোরশেদ আলম, বাংলাদেশ সিভিল সার্ভিস একাডেমীর সচিব সোহরাব হোসাইন, সাবেক সংস্থাপন মন্ত্রনালয়ের সচিব ড. মাহবুবুর রহমান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একডেমীর ভারপ্রাপ্ত সচিব একেএম মোজাম্মেল হক, নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক অহিদুজ্জামান, জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, পুলিশ সুপার মোঃ ইলিয়াস শরীফ, পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ বেলায়েত হোসেন প্রমুখ। ৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে