শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ০৫:৫৮:৩২

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রতারণার অভিযোগে আটক ১২

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রতারণার অভিযোগে আটক ১২

ঢাকা: আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।ওই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র এনে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর ফার্মগেইট, নাখালপাড়া ও তেজকুনি পাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ২০টি স্কুল-কলেজসহ মোট ৭৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এ বছর ১৬৬০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭১,৩৫০ জন। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোন ইলেক্ট্রনিক ডিভাইস অথবা যন্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ৩০ অক্টোরব,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে