শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ০৬:৫৪:৫৪

আমরা দল ভাঙার রাজনীতি করি না: হানিফ

আমরা দল ভাঙার রাজনীতি করি না: হানিফ

ঢাকা : ‌আমরা দল ভাঙার রাজনীতি করি না। দল ভাঙ্গার রাজনীতি শুরু করেছিল জিয়াউর রহমান।' শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপি নেতাদের উদ্দেশ্য করে ওই মন্তব্য করেন। আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান লন্ডনে বসে সরকার পতনের ষড়যন্ত্র করছে উল্লেখ করে হানিফ বলেন, তবে এতে তারা কখনই সফল হবে না। খালেদা আন্দোলন করে সরকারের কিছুই করতে পারবে না। তারা সরকার বিরোধী ষড়যন্ত্র করে বিএনপিরই সর্বনাশ করছে। বিএনপিতে ভাঙ্গন ধরেছে। অচিরেই দলটি খান খান হয়ে যাবে। টিআইবির বক্তব্যের বিষয়ে হানফি বলেন, সংসদকে নিয়ে এই ধরনের বক্তব্য কেউ দিতে পারে না। টিআইবির এ বক্তব্য দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ। তারা বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতেই নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। সভায অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিৎ রায় নন্দী প্রমূখ। ৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে