শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ০৭:৫৫:৩১

বঙ্গোপসাগরে লঘুচাপ, দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে কাল

বঙ্গোপসাগরে লঘুচাপ, দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে কাল

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। লঘুচাপের কারণে শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। লঘুচাপটি ক্রমান্বরে উত্তর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে ভারতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। একইসাথে বাংলাদেশের কিছু কিছু জায়গায় বর্ষণ হতে পারে। শুক্রবার দুপুরের পর থেকে রাজধানীর আকাশ ছিল মেঘলা। আবহাওয়া অধিদফতর জানায়, শুক্রবার সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, এ সময়ে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। খবর-বাসস ৩০ অক্টোবের,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে