শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ০৯:১৫:৪০

পরীক্ষা কক্ষে অসুদপায় অবলম্বনের দায়ে দুলাভাই-শালিকার কারাদণ্ড

পরীক্ষা কক্ষে অসুদপায় অবলম্বনের দায়ে দুলাভাই-শালিকার কারাদণ্ড

নিউজ ডেস্ক: নওগাঁয় প্রাক প্রাথমিক স্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে অসুদপায় অবলম্বনের দায়ে দুলাভাই ও শালিকাকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার নওগাঁর চকএনায়েত উচ্চ বিদ্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের রাইজো গ্রামের রেজাউল ইসলাম (৪৫) ও একই ইউনিয়নের উলিপুর গ্রামের সানজিদা খাতুন (২৫)। থানা সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের ১০৫ নম্বর কক্ষে সানজিদা খাতুন পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তাকে আটক করেন। তার মোবাইল ফোনে ১ নম্বর সেটের প্রশ্নের উত্তরপত্রের একটি এসএমএস পাওয়া যায়। পরে নাম্বার দেখে এসএমএস প্রদানকারীকে শনাক্ত করা হয়। পুলিশ এসএমএস প্রদানকারী ওই পরীক্ষার্থীর দুলাভাই রেজাউল করিমকে আটক করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত বলেন, বর্তমানে পরীক্ষার হলে মোবাইল নিয়ে আসা এবং তা ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। ৩০ অক্টোবের,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে