শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ০৯:৪৪:০০

শিক্ষকদের দাবির পর্যালোচনা রোববার

শিক্ষকদের দাবির পর্যালোচনা রোববার

ঢাকা: অষ্টম বেতন কাঠামো বাস্তবায়নে আদেশ জারির প্রস্তুতি চলার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি পর্যালোচনায় গঠিত মন্ত্রিসভা কমিটি প্রথম বৈঠকে বসছে রোববার। শুক্রবার বিকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হেয়ার রোডের বাসায় তার সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান। ওই কর্মকর্তা তিনি বলেন, শিক্ষকদের বিভিন্ন বিষয় নিয়ে দুই মন্ত্রী দীর্ঘ সময় আলোচনা করেন। তারা রোববর দুপুর ১ টার দিকে সচিবালয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, পৃথক বেতন কাঠামো ঘোষণার লক্ষ্যে দ্রুত একটি কমিশন গঠনসহ বিদ্যমান গ্রেড বৈষম্য নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সরকারকে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা লাগাতার কর্মবিরতি শুরু করবেন। পরে মন্ত্রিসভায় অষ্টম বেতন কাঠামো ঘোষণার সময় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবির বিষয়টি পর্যালোচনার জন্য সরকারের বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছিল। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটি পুনর্গঠন করেন। ৩০ অক্টোবের,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে