মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩৮:১৫

তারানা হালিমকে টেলিফোনে হুমকি দেয়া ব্যক্তি শনাক্ত

তারানা হালিমকে টেলিফোনে হুমকি দেয়া ব্যক্তি শনাক্ত

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে হুমকি দেয়া ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে জানা গেছে, একটি আইজিডব্লিউ (ইন্টারন্যাশনাল গেটওয়ে) প্রতিষ্ঠানের নম্বর থেকে প্রতিমন্ত্রীকে ফোন করে হুমকি দেয়া হয়েছিল।

এ প্রসঙ্গে মঙ্গলবার তারানা হালিম বলেন, ‘হুমকির ফোনটি একটি আইজিডব্লিউ অপারেটরের বলে চিহ্নিত করা গেছে।’ তবে অপারেটরটির নাম প্রকাশে রাজি হননি তিনি।

উল্লেখ্য, গত  শুক্রবার (৯ সেপ্টেম্বর) তারানা হালিম জানিয়েছিলেন, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের বিরুদ্ধে চলমান কার্যক্রম বন্ধ করতে তাকে হুমকি দেয়া হয়েছে। তিনি দাবি করেন, বুধবার (৯  সেপ্টেম্বর ) সচিবালয়ের ল্যান্ড
ফোনের মাধ্যমে তাকে হুমকি দেয়া হয়।

তিনি আরো বলেন, ‘আমাকে ফোন করে বলা হয়, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম নিয়ে ঘাঁটাঘাঁটি কেন, আপনার লাফালাফির দরকার নেই। ধীরে চলেন। না হলে পরিণতি ভালো হবে না।’ তখন প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘কণ্ঠ শুনে মনে হয়েছে প্রভাবশালী কেউ হবে।’

বিষয়টি র‌্যাব তদন্ত করছে বলে সেদিন জানিয়েছিলেন সাবেক এই জনপ্রিয় অভিনেত্রী ৷

প্রসঙ্গত, আইজিডব্লিউ অপারেটর হিসেবে ২৯ কোম্পানি লাইসেন্স পেলেও বর্তমানে চালু আছে ২৩টি। যার অধিকাংশই ক্ষমতাসীন দলের রাজনৈতিকদের মালিকানায়। কয়েকটির মালিক হিসেবে বিএনপি ও জাতীয় পার্টির নেতারাও রয়েছেন।
সূত্র: বাংলামেইল
১৫ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে