শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ০৮:২৭:৩২

সেই ফারিজের বিরুদ্ধে মামলা

সেই ফারিজের বিরুদ্ধে মামলা

ঢাকা : অবশেষে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচবিএম ইকবালের ভাতিজা ফারিজ রহমানের গাড়ী দুর্ঘটনার ঘটনায় মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আহমেদ বিশ্বাস বাদী হয়ে ওই থানায় মামলা (মামলা নম্বর-৩২) দায়ের করেছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শুক্রবার রাতে জানান, একটি মামলা করা হয়েছে। অপরাধীকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। ২০ অক্টোবর এক রিটের শুনানিতে ১৪ দিনের মধ্যে ওই ঘটনায় গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন হাইকোর্ট। এরই পরিপ্রেক্ষিতে ১০ দিন পর গুলশান থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। উল্লেখ্য, রাজধানী গুলশানের ৭৪ নম্বর রোডে ১২ অক্টোবর সোমবার দুপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচবিএম ইকবালের ভাতিজা ফারিজ রহমান তার টয়োটা ফরচুনা (ঢাকা মেট্রো-ঘ-১১-৮৯৭৬) গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রিকশাকে সজোরে ধাক্কা দেন। এতে এক শিশুসহ পাঁচজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়, যেটি পরের দিন বিভিন্ন পত্রপত্রিকায় খবর আসে। ৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে