শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ১২:৪৬:৪৮

বিয়ের আসর থেকে পালিয়ে বাঁচলেন ‘ওরা’

বিয়ের আসর থেকে পালিয়ে বাঁচলেন ‘ওরা’

নীলফামারী : বিয়ের আসর থেকে পালিয়ে বাঁচলেন বর-কনেসহ অভিভাবক ও নিকাহ রেজিস্ট্রার। শুক্রবার দিবাগত গভীর রাতে নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্য বিয়ে প্রতিরোধ করতে যান নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, টুপামারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামারপাড়া গ্রামের একরামুল হকের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে রেখা আক্তার (১৪) এর সাথে পার্শ্ববর্তী ইটাখোলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে মিঠুন মিয়ার (১৮) সঙ্গে বাল্যবিয়ের আয়োজন চলছে। ইতিমধ্যে বরযাত্রী কনের বাড়িতে চলে এসেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নীলফামারী থানা থেকে এসআই তপন কুমার রায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ পৌঁছার আগেই কোনভাবে খবর পেয়ে কনের বাড়ির সকল লোকজন ও বরসহ বরযাত্রীরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে টুপামারী ইউনিয়নের চেয়ারম্যান মছিরত ফকির শাহ জানান, তার এলাকায় বাল্যবিয়ে হচ্ছে সেটি তার জানা ছিল না। ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন— ছেলে ও মেয়ের দু’জনেরই বিয়ের বয়স হয়নি। নীলফামারীর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বাল্যবিয়ের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। ৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে