শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ০৩:৪৮:০৮

‘৩ থেকে ৫ লাখ টাকায় ফাঁস হওয়া প্রশ্নপত্র’

‘৩ থেকে ৫ লাখ টাকায় ফাঁস হওয়া প্রশ্নপত্র’

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত আটককৃতরা জানিয়েছেন, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে তারা প্রশ্নপত্রের বিনিময়ে ৩ থেকে ৫ লাখ টাকা নিতেন। তারা বলেল, টাকা পাওয়ার পর সনদ ফিরিয়ে দেয়া হতো। হোয়াটস অ্যাপে প্রশ্নপত্রের লিংক পাঠিয়ে দেয়া হতো। শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম আটক ব্যক্তিদের বরাত দিয়ে এসব কথা বলেন। প্রশ্ন দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ২২ জনকে আটক করে ডিবি। তাদের মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জোবায়ের হোসেন, মো. আকিব বিন বারী, নাহিদুল হক, সাজু আহমেদ, মাহমুদুল হাসান, সামিউল ইসলাম, সাব্বির হোসেন, হাসানুর রশিদ, মো. মেহেদী হাসান, হৃদয় ইসলাম, রায়হান রাব্বী, আকাশ আহমেদ, মো. তানভীর, সবুজ খান, মো. সোহাগ, মেহেদী হাসান ও মানিক মিয়া। ডিবি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে প্রথমে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে থেকে জোবায়ের হোসেনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অন্যদের আটক করা হয়। এ ঘটনার মূলহোতা জোবায়ের, আকিব ও নাহিদুল। আকিব ও নাহিদুলের কাছ থেকে ১০টি সনদপত্র পাওয়া গেছে বলে জানায় ডিবি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এসএসসি, এইচএসসি পরীক্ষার সনদপত্র, ট্রান্সক্রিপট, মোবাইল ফোন, হোয়াটস অ্যাপে পাঠানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ও ফেসবুকে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তারা ৩ থেকে ৫ লাখ টাকার চুক্তিতে প্রশ্নফাঁসের কাজ করে আসছিলেন। শিক্ষার্থীদের কাছ থেকে মূল সনদপত্র নিজেদের জিম্মায় রাখেন। টাকা নেয়ার পর সনদপত্র ফিরিয়ে দেয়া হয়। তিনি বলেণ, হোয়াটস অ্যাপে প্রশ্নপত্রের লিংক দিয়ে দেয়া হয়। তবে ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুক্রবারের ‘ক’ ইউনিট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রশ্নপত্রের মিল পাওয়া যায়নি। এ ঘটনায় তেজগাঁও মডেল থানায় মামলা হয়েছে বলে জানায় ডিবি। ৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে