শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ০৫:০৬:০০

এবার অভিজিতের প্রকাশকের ওপর হামলা, আহত ৩

এবার অভিজিতের প্রকাশকের ওপর হামলা, আহত ৩

নিউজ ডেস্ক : এবার নিহত লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ কয়েকজন ওপর হামলা চালায় তারা। জানা গেছে, রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বরের কার্যালয়ে থাকা কয়েকজনকে কুপিয়ে অফিস কক্ষে তালা ঝুলিয়ে চলে যায় দুর্বৃত্তরা । পরে পুলিশ গিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে কারা হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে অভিজিৎকে হত্যার পর ফেসবুকে হত্যার হুমকি পেয়ে টুটুল মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। টুটুল নিজেও একজন কবি। তার নিজের লেখা বইগুলো হলো ‘দুর্বালতাগুচ্ছ’ মৃত ঘোড়ার হ্রেস্বা’। ৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে