শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ০৬:২২:৫০

রেলমন্ত্রীর এক বছর

রেলমন্ত্রীর এক বছর

নিউজ ডেস্ক : নানাজনের নানান কথা, চিরকুমার সংঘের হতাশা আর প্রিয় মানুষের শুভকামনায় একবছর আগের এদিনে সাহস যুগিয়েছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। সংসদ অধিবেশনে টিপ্পনীর খোরাক হয়েছিলেন তিনি। কিন্তু শত বাধা পেরিয়ে ২০১৪ সালের আজকের এদিনে ঘরে তুলে আনেন নববধূ হনুফা আক্তার রিক্তাকে। সুখে-দুখে একটা বছর পার হলো এই জুটির। ৬৭ বছর বয়সী বরের সঙ্গে বিয়ে হয় ৩১ বছর বয়সী কনের। জুটিটা একটু ভিন্নরকম হলেও সুখের পরীক্ষায় বেশ উৎরে গেছেন তারা। প্রথম বিয়ে বার্ষিকীতে জামাইয়ের মন্তব্য এমনই। নিজেদের বিয়ে বার্ষিকীতে একটি বেসরকারি চ্যানেলকে দেয়া বক্তব্যে মুজিবুল হক বলেন, আমরা ভালো আছি। খুব ভালো আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছেলে রেলপথ মন্ত্রী মুজিবুল হক ২০১৪ সালের ৩১ অক্টোবর নিজ জেলা চান্দিনার মিরাখলা গ্রামের মৃত হাবিব উল্লাহ মুন্সির ছোট মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন। পেশায় একজন আইনজীবী হনুফা আক্তার। এ জুটি যে বেশ সুখে শান্তিতে আছেন, ভালোবাসাময় জীবন কাটাচ্ছেন তা বোঝার যায় এ বছরের জুলাইয়ে। সেই সময় মুজিবুল হক চূড়ান্ত অসুস্থ হয়ে পড়লে, সেবা-যত্ন দিয়ে সুস্থ করে তোলেন স্ত্রী হনুফা আক্তার। পরে চিকিৎসা শেষে দেশে ফিরে কৃতজ্ঞতাও প্রকাশ করেন স্ত্রীর কাছে। ৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে