নিউজ ডেস্ক: সৌদি আরবে মক্কা নগরীর আল-মুকাররমায় পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ১ আগস্ট মঙ্গলবার ওই হজ যাত্রীর মৃত্যু হয় বলে জানিয়েছে মক্কা থেকে প্রকাশিত ‘হজ বুলেটিন’।
ওই হজ যাত্রীর নাম মো. ফরিদ উদ্দীন। বরিশাল জেলার মুলাদি থানার বাসিন্দা ফরিদউদ্দিনের পাসপোর্ট নম্বর: বি এম ০৯৫৩৫৫৫ । পিলগ্রিম নম্বর ০১৫২২১১। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
এদিকে এ নিয়ে চলতি বছর বাংলাদেশি হজযাত্রীর মৃতের সংখ্যা দাঁড়াল ২। এর আগে গত ৩০ জুলাই শুক্রবার পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কা আল-মুকাররমায় খোন্দকার এ আর এম ইউসুফ নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।
এমটিনিউজ২৪/এম.জে