শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ০৭:৩৬:৩৪

শুদ্ধস্বরে হামলার পর এবার জাগৃতির প্রকাশককে কুপিয়ে হত্যা

শুদ্ধস্বরে হামলার পর এবার জাগৃতির প্রকাশককে কুপিয়ে হত্যা

ঢাকা : শুদ্ধস্বরের স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলকে কুপিয়ে আহত করার কয়েক ঘণ্টা পর এবার জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে এ হত্যার ঘটনা ঘটে। এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দীপনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে দীপনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা। জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের বাবা বিশিষ্ট কলামিস্ট আবুল কাশেম ফজলুল হক। তিনি গণমাধ্যমকে জানান, ধারণা করা হচ্ছে, শুদ্ধস্বরের স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলের ওপর যারা হামলা করেছে দীপনকে তারাই হত্যা করেছে। আবুল কাশেম ফজলুল হক জানান, এর পেছনে কাদের সম্পৃক্ততা আছে তা বলতে পারছি না। তবে আমার ছেলে প্রকৃতিপন্থি ছিল, ধর্মবিরোধী ছিল না। লিটলম্যাগের কাজ করতে গিয়ে একসময় বইয়ের প্রতি ভালোবাসা ও মমতাবোধ তৈরি হয় দীপনের। সেখান থেকেই প্রকাশন সংস্থার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি। বিষয়ভিত্তিক, সৃজনশীল ও মননশীল বই বেশি প্রকাশ করা হতো তার প্রকাশনা থেকে। ৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে