বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ১১:২২:২৮

শিল্পী আব্দুল জব্বারের সর্বোচ্চ চিকিৎসা দেবে সরকার : তথ্যমন্ত্রী

শিল্পী আব্দুল জব্বারের সর্বোচ্চ চিকিৎসা দেবে সরকার : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সংগীত শিল্পী আব্দুল জব্বারের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করবে সরকার বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন শিল্পীকে দেখতে যান মন্ত্রী। তিনি এসময় কর্তব্যরত ডাক্তারের কাছ থেকে শিল্পীর শারিরীক সমস্যাগুলো শোনেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।

পরে বিএসএমএমইউ চত্বরে উপস্থিত সাংবাদিকদের তথ্যমন্ত্রী আরো জানান, সংগীতশিল্পী আব্দুল জব্বার কিডনি, হার্ট, প্রস্টেটসহ নানা জটিলতায় আক্রান্ত।

আড়াই মাস ধরে চিকিৎসাধীন সংগীত শিল্পী আব্দুল জব্বারের মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে বিএসএমএমইউ কর্তৃপক্ষ তাকে আইসিইউ-২ এ স্থানান্তর করে।

‘জয় বাংলা বাংলার জয়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘ওরে নীল দরিয়া’, ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’সহ অসংখ্য গানের গায়ক আব্দুল জব্বার স্বাধীনতা যুদ্ধের সময় হারমোনিয়াম নিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের গান গেয়ে উদ্বুদ্ধ করেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। তার গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিয়েছে ও মনোবল বাড়িয়েছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে