শুক্রবার, ০৪ আগস্ট, ২০১৭, ১২:১৭:৫৩

পার্কে অসামাজিক কার্যকলাপের দায়ে ২৬ জন তরুণ-তরুণী আটক

 পার্কে অসামাজিক কার্যকলাপের দায়ে ২৬ জন তরুণ-তরুণী আটক

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাত পার্কে অসামাজিক কার্যকলাপের দায়ে সাভারে একটি পার্কে অভিযান চালিয়ে ২৬ জন তরুণ-তরুণীকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকদের মধ্যে ১৪জন নারী রয়েছে। তবে প্রাথমিক ভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি ।

সাভারের বিরুলিয়া এলাকা ‘তুরাগ রিকরেশন ওয়ার্ল্ড’ নামে পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, বিরুলিয়ার তুরাগ রিকরেশন পার্কের ভেতরে থাকা কটেজে অসামাজিক কার্যকলাপ চলার সংবাদে ভিত্তিতে রাতে অভিযান চালায় ডিবি পুলিশ।  এ সময় ঘটনার সত্যতা পাওয়া যায়।  

এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পার্কটি থেকে ১৪জন নারীসহ মোট ২৬জনকে আটক করা হয়।  আটকদের মধ্যে পার্কের কয়েকজন তত্ত্বাবধায়কও রয়েছেন বলে জানান তিনি।  আটকদের বিরুদ্ধে মামলা করার পর তাদের আদালতে পাঠানো হবে।
৪ আগষ্ট ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে