শনিবার, ০৫ আগস্ট, ২০১৭, ০২:৪৫:১২

বীরপ্রতীক তারামন বিবিকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

 বীরপ্রতীক তারামন বিবিকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

নিউজ ডেস্ক: অসুস্থ বীরপ্রতীক তারামন বিবিকে হেলিকপ্টারে রংপুর থেকে ঢাকায় নেয়া হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে। শনিবার যেকোনো সময় তাকে ঢাকায় নেয়া হবে বলে জানা গেছে।

দীর্ঘদিনের শ্বাসকষ্ট-কাশি এবং মাথা-পিঠ ব্যথার কারণে গত সাত দিন ধরে অচল হয়ে পড়েছিলেন তিনি। অবস্থা গুরুতর হলে শুক্রবার তাকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের বাড়ি থেকে রংপুরের সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে নেয়া হয়।

পরে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে জেলা প্রশাসনের সহায়তায় ঢাকায় নেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তারামন বিবির ছেলে তাহের।

তারামন বিবির ছেলে তাহের আলী জানান, বৃহস্পতিবার রাতে মায়ের শরীরের অবস্থার অবনতি হলে রংপুর নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন। তার পরামর্শে ও কুড়িগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে তাকে রংপুর সিএমএইচ এ ভর্তি করান। এখানেই তার চিকিৎসা চলছে।

সে সময় তারমন বিবি সাংবাদিকদের বলেছিলেন, ‘মাঝে মাঝে মনে হয় আমার সময় শেষ হয়ে আসছে। শ্বাস নিতে পারি না। যখন কাশি ওঠে মনে হয় দুনিয়াত আমি আর নেই। মাথা ও পিঠ ব্যথা করে, শরীর আগুনের মতো যেন জ্বলে। উঠে দাঁড়াতে পারলেও হাঁটতে পারি না। ঠিকমতো ওষুধ খাওয়ার পরও কোনো ফল পাচ্ছি না।’

মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের অধীনে তারামন বিবি সাহসের সঙ্গে মুক্তিযোদ্ধাদের খাবার রান্না করা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর খবরাখবর সংগ্রহ করা ও পাকবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এ কারণেই স্বাধীনতা পরবর্তী সময়ে তারামন বিবিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে