রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ০৮:০২:০৭

দীপন জিয়ার আদর্শে উজ্জীবিত সংগঠক : খালেদা

 দীপন জিয়ার আদর্শে উজ্জীবিত সংগঠক : খালেদা

নিউজ ডেস্ক : জঙ্গী হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপন জাতীয়তাবাদী সংগঠক ছিলেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া বলেন, ‘নিহত ফয়সাল আরেফিন দীপন জিয়া স্মতি পাঠাগারের সহসভাপতি ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিত সংগঠক ছিলেন।’ শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী দীপন হত্যা ও প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ আরো দুইজনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’ বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, শনিবার সন্ধ্যায় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে তার কার্যালয়ে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর-এর কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিন জনকে কুপিয়ে আহত করার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ ধরনের হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন তার বিবৃতিতে নিহত দীপনের বিদেহী রূহের মাগফিরাত কামনা করেন। তিনি দীপনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে