নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশীরা ক্ষমতায় বসাবে বিএনপির এমন দিবা স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে যাবে।
তিনি বলেন, ‘সংসদ ভেঙে দেয়া, বিদেশিরা অথবা আদালত ক্ষমতায় বসাবে এমন দিবাস্বপ্ন যারা দেখছেন, তাদের সেই রঙিন দিবা স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে যাবে।’
ওবায়দুল কাদের আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এই ছাত্রী সমাবেশের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কাদের নিয়ে ষড়যন্ত্র করছেন, সে খবর আমরা জানি। আমরা সময় মতো তার জবাব দিব।’
এমটিনিউজ/এসএস