রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ১১:৫৭:২৮

ময়নাতদন্তে চিকিৎসক যা বললেন

ময়নাতদন্তে চিকিৎসক যা বললেন

ঢাকা : রাজধানীর শাহবাগে দুর্বৃত্তের হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনের ঘাড় ও মাথার সংযোগস্থলে ধারালো অস্ত্র দিয়ে চারটি কোপ দেয়া হয়। এর পাঁচ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। রোববার বেলা ১১টার দিকে ময়নাতদন্ত শেষ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক হাবিবুজ্জামান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দীপনের মাথাসহ ঘাড় সংযুক্ত মোট চারটি আঘাত রয়েছে। আঘাতের ধরন দেখে মনে হয় ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করার চেষ্টা করছে হত্যাকারীরা। কোপানোর পর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় পাঁচ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। এর আগে যতগুলো ব্লগারকে হত্যা করা হয়, সবাইকে একই কায়দায় কোপানো হয়েছে বলে তিনি জানান। অধ্যাপক হাবিবুজ্জামান চৌধুরী জানান, আঘাতের ধরণ দেখে মনে হয় এরা হত্যা করার পূর্বপ্রস্তুতি নিয়ে এসেছিল। এছাড়াও তার শরীরে ধস্তাধস্তির আরও ছোটখাট কয়েকটা আঘাত রয়েছে। এদিকে রোববার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দীপনের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। শনিবার বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন দুপুরে আরেক প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের লালমাটিয়ার কার্যালয়ে প্রতিষ্ঠানটির মালিক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে