রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ১২:৫৮:৪৭

‌‘বাসা-প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা’

‌‘বাসা-প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা’

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রয়োজনে বাসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগানোর সরকারি নির্দেশনা দেওয়া হবে। তিনি রোববার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন। শনিবার দুর্বৃত্তরা জাগৃতি প্রকাশনীর মালিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ছেলে ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং আরো তিনজন প্রকাশক ব্লগারকে কুপিয়ে জখম করে। এ হত্যার দায় স্বীকার করেছে আল কায়েদা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকাশক হত্যা ও হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিগগির তাদের আটক করবে। তিনি বলেন, আনসারুল্লাহ, আইএস যারাই এ কাজ করে থাকুক না কেন, সবাই যুদ্ধাপরাধী বা জামায়াত-শিবিরের লোক। আইএস, জামায়াত এবং আনসারুল্লাহ একই সূত্রে গাঁথা। এ সময় মন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি। সব দেশেই এ রকম বিচ্ছিন ঘটনা ঘটে থাকে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পরিকল্পিতভাবে ঘটনাগুলো ঘটানো হচ্ছে। ১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে