রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ০১:০৭:৫৩

‘আমিও নিরাপদ নই : তথ্যমন্ত্রী

‘আমিও নিরাপদ নই : তথ্যমন্ত্রী

ঢাকা : সরকারি প্রটোকলে থাকা তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু নিজেও নিরাপদ নন বলে জানিয়েছেন। তিনি রোববার সাংবাদিকদের বলেন, ‘গোপন-অতর্কিত হামলা থেকে কেউই নিরাপদ নয়, আমিও নই।’ মন্ত্রী রোববার দুর্বৃত্তদের হামলায় আহত প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান। সেখানে আহত আরো দুজন কবি ও ব্লগার তারেক রহিম এবং রণদীপম বসু চিকিৎসাধীন। তিনি তাদের চিকিৎসারও খোঁজখবর নেন। তবে ইনু দাবি করেন, পুলিশ নাশকতা দমনে যেভাবে দক্ষতার পরিচয় দিয়েছে, সেভাবে ধর্মান্ধ গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে দক্ষতা দেখাতে পারেনি। একের পর এক ব্লগার হত্যার তদন্তে সুস্পষ্ট কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের গণতান্ত্রিক আবহের মধ্যদিয়ে যেতে হচ্ছে। এজন্য এসব ঘটনা নিয়ে তাড়াহুড়ো করা যাচ্ছে না।’ গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে দুর্বৃত্তরা রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে আহমেদুর রশীদ টুটুলকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা কবি ও ব্লগার তারেক রহিম এবং রণদীপম বসু আহত হন। হামলার পর কার্যালয়টি বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায় দুর্বৃত্তরা। ১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে